দুবাই বিশ্বের একটি অন্যতম শহর। এটিকে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরীও বলা হয়। যেখানে বিলাসিতা, আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্য একত্রে মিশে গেছে। গগনচুম্বী অট্টালিকা, স্বর্ণালি মরুভূমি, বিলাসবহুল হোটেল, বৈচিত্র্যময় সংস্কৃতি ও চমকপ্রদ অভিজ্ঞতার জন্য দুবাই আজ বিশ্ব ভ্রমণকারীদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। চলুন তাহলে আজ জেনে নিই, দুবাই ভ্রমণে যে ৫ টি স্থান আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেবে সে সম্পর্কে-
১। বুর্জ খলিফা ও দুবাই মল: আধুনিক শহরের হৃদস্পন্দন
পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা শুধু স্থাপত্যের নিদর্শন নয়, এটি দুবাই শহরের মুকুট হিসেবে পরিচিত। ‘অ্যাট দ্য টপ’ পর্যবেক্ষণ ডেকে দাঁড়িয়ে শহরের ৩৬০ ডিগ্রি দৃশ্য আপনাকে মুগ্ধ করে দেবে। যেখানে প্রতি বছর কয়েক কোটি ভ্রমণকারী ঘুরতে আসে। বুর্জ খলিফার সঙ্গেই রয়েছে বিশাল দুবাই মল-বিশ্বের অন্যতম বৃহৎ শপিং ও বিনোদন কেন্দ্র। এখানে রয়েছে ইনডোর আইস স্কেটিং রিঙ্ক, ভার্চুয়াল রিয়েলিটি পার্ক, জলজ চিড়িয়াখানা, হিউম্যান ওয়াটারফল ও বইপ্রেমীদের স্বর্গ ‘কিনোকুনিয়া’।
২। দ্য পাম, জুমেইরাহ: বিলাসিতা ও প্রকৃতির সম্মিলন
পাম আকৃতির এই কৃত্রিম দ্বীপটি বিলাসবহুল হোটেল, আন্ডারওয়াটার স্যুট ও চমকপ্রদ রিসোর্টের জন্য বিখ্যাত। এটি দুবাইয়ের আরেকটি বড় আকর্ষণ। ‘দ্য ভিউ অ্যাট দ্য পাম’-এ উঠে সমুদ্র ও আকাশরেখার মিলন উপভোগ করা যায়। আর ‘আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার’ পার্কে কাটান দিনভর অ্যাডভেঞ্চার। পাম লেগুনে ৫-তারকা ডাইনিং আর নৌকা ভ্রমণ অভিজ্ঞতা যোগ করবে অতিরিক্ত আনন্দ।
৩। দুবাই মেরিনা: আধুনিক শহরের বিলাসী প্রান্তর
গগণচুম্বী অট্টালিকা, বিলাসবহুল ইয়ট আর জলপথে জ্বলজ্বলে শহর হলো দুবাই মেরিনা। এখান থেকে শুরু হয় ঐতিহ্যবাহী ধাউ ভ্রমণ, এক্সক্লুসিভ ইয়ট ডিনার কিংবা পৃথিবীর দীর্ঘতম শহুরে জিপলাইন এক্স-লাইন এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা। সঙ্গে জেবিআর এর দ্য ওয়াক বোর্ডওয়াক, সমুদ্রতীরবর্তী রেস্তোরাঁ ও ইনফিনিটি পুলে এক ভিন্ন মাত্রার স্বস্তি দেয়।
.৪। হাত্তা ড্যাম: প্রকৃতির কোলে এক শান্তিপূর্ণ পালাবদল
দুবাই শহর থেকে একটু দূরে, পাহাড়ঘেরা হাত্তা হল প্রকৃতিপ্রেমীদের স্বপ্নের এক অন্যতম গন্তব্য। নীলাভ হ্রদ, প্রাচীন দুর্গ, পাহাড়ি ট্রেইল ও অ্যাডভেঞ্চার স্পোর্টস-সব মিলিয়ে এখানে রয়েছে নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা। আপনি চাইলেই অংশগ্রহণ করতে পারেন কায়াকিং, মাউন্টেন বাইকিং কিংবা একটি রাত কাটাতে পারেন তারা ভরা গ্ল্যাম্পিং ক্যাম্পে।
৫। মরুভূমি সাফারি: বালুর রাজ্যে এক আরবীয় কল্পনা
দুবাইয়ের আত্মা খুঁজে পাবেন তার বিশাল মরুভূমিতে। টিলা বালিশিং, উটে চড়া, কোয়াড বাইকিং, কিংবা গরম বেলুনে করে সূর্যোদয় উপভোগ-প্রতিটি মুহূর্তে থাকবে রোমাঞ্চকর অভিজ্ঞতা। রাতের বেলায় আরবীয় শিবিরে উপভোগ করুন ঐতিহ্যবাহী নাচ, স্থানীয় খাবার আর ফ্যালকন শো—যা আপনাকে একেবারে সময়ের সীমানা ছাড়িয়ে নিয়ে যাবে।
আসলে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাই শুধু একটি শহর নয়, এটি এক বহুমাত্রিক অভিজ্ঞতা। আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন, প্রকৃতি আর প্রযুক্তির যুগলবন্দি-সব মিলিয়ে এক অভূতপূর্ব ভ্রমণ স্মৃতি আপনার অপেক্ষায়। তাই আর নয় অপেক্ষা। আজই বেড়িয়ে পড়ুন দুবাইয়ের উদ্দেশ্যে আর উপভোগ করুন স্বর্গীয় অনুভূতি।