শখ পূরনের একটা বয়স থাকে। একটা নির্দিষ্ট বয়সে, কোনো নির্দিষ্ট জিনিসের উপর যে আকর্ষণ থাকে, পরিণত বয়সে সেই জিনিসের উপর আগ্রহ একই রকম থাকেনা। আগ্রহ বদলে যায়। সেসব বস্তুর স্থান নেয় অন্য কিছু। কিন্তু অপূর্ণ শখের যে আফসোস, সেটা মস্তিষ্কে স্থান নেয় পাকাপাকিভাবে।
শৈশবে আমার শখ ছিল দুইটা, বল আর বন্দুক। মাঝে অল্প কিছু সময়ের জন্য গুলতি। কিন্তু টার্গেট প্র্যাকটিসের জন্য বাসার রসুন, আশেপাশের পতিত কঙ্কর, ইটের টুকরার পূর্ণ সদ্ব্যবহার (!) করায় আমার গুলতির বেদনাদায়ক নির্বাসন ঘটে। বন্দুকের ব্যবহার কিভাবে থেমেছিল মনে পড়ছে না। তবে বল কেনা বন্ধ হয়ে গিয়েছিল যখন এলাকায় ক্রিকেট খেলার জন্য, চাঁদা তুলে বল আর ব্যাট কেনা শুরু করেছিলাম আমরা তখন।
কয়েকদিন আগে আমি একটা বুকশপে টিনটিনের বক্স সেট দেখলাম। পকেটে টাকা ছিল,ভাবলাম – কিনে ফেলি। ভাবতেই আমার মন এক টানে প্রায় ১০ বছর পিছনে চলে গেল। তখনো বগুড়ায় এরকম বড়লোকের বুকশপ হয়নি। টিনটিনের তখন একটা সাদাকালো আর ধূসর – তিনরঙ্গা সেট পাওয়া যেত। কোচিং এ ফেরার পর কোন এক শুক্রবার, ঈদ সালামীতে পাওয়া টাকা নিয়ে আমি গিয়েছিলাম সেই সেট কিনতে। দাম জিজ্ঞেস করার পর, টাকার যে অঙ্কটা শুনলাম – তাতে বুঝলাম শখের খাতায় আরেকটা শখ বিয়োগ করতে হবে।
লাইফ অফ পাই মুভিতে ইরফান খান যখন – In the end, the whole of life becomes an act of letting go বলার সময়, ছোট্ট একটা পজ দিয়েছিলেন, আমি বুঝেছিলাম তার ঐ ছোট্ট বিরতিতে তিনি আমার তাবৎ অপূর্ণ শখকে আটকে ফেলেছেন। আমার টিনটিনের বক্স সেট, তাড়াহুড়া করে বদ্ধ গাড়িতে পড়া কমিক, এখনো কোনো বইয়ের গায়ের দাম দেখে তাকে আবার সযত্নে তাকে রেখে আসা – সবকিছুকে ভদ্রলোক এক বিন্দু নীরবতায় প্রকাশ করেছিলেন।
লেখকঃ
রুহুল আমিন
সাইবার সিকিউরিটি এবং নেটওয়ার্ক এডমিনিস্ট্রেশন
ইউনিভার্সিটি আফ খোভদে
সুইডেন