ফুল বলে- ওরে ভ্রমর মধুর কেমন স্বাদ?
ভ্রমর বলে- তোর বুকে থেকেই তো মিটাই মনের আহ্লাদ।
ফুল হেসে বলে- মিটাস বলেই তো চাইলাম জানতে
ভ্রমর বলে- ওরে বলদ মধুর স্বাদ জানিস না এ কথা পারি না মানতে।
হঠাৎ ফুলটি যখন ছিঁড়ে নিলো বাগানের মালি
ভ্রমর কেঁদে বলে- আগে জানলে তোকে দিতাম না গালি।
ফুল কেঁদে বলে- মরার সময় একি তুই বললি
ভ্রমর চোখ মুছে বলে- মধুর স্বাদ বুঝেছি তুই যখন চললি।
ফুল বলে- ওরে গাধা দেশ প্রেমিক খায় না দেশের সম্পদ
ভ্রমর বলে- দাও গালি, পারি নাই দিতে, খেয়েছি রসদ।
ফুল হেসে বলে- আমরা জন্মেছি শুধু দেওয়ার জন্য
ভ্রমর কেঁদে বলে- জানতাম না বলেই তো করি নাই গন্য।
ফুল বলে- ওরে ভ্রমর মৃত্যু ডাকছে এবার যাই
ভ্রমর বলে- না খেয়ে দিয়েছিস আমাদের তোদের মৃত্যু নাই।
ফুল হেসে বলে- সময় থাকতে বুঝলি না তবুও নেই কোনো অভিমান
ভ্রমর বলে- এজন্যই মৃত্যুর পরেই বেঁচে থাকিস, তোরা কীর্তিমান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *