নয়টি জীবন বাঁশখালীতে
পুড়ে হলো ছাই,
নয় টি কাবাব কেঁদে বলে
নায্য বিচার চাই।
শত পূর্ণিমা দিনে রাতে
ফেলছে চোখের জল,
কেন কেন কেন মা
কেন মা তুই বল?
অভয় নগরে ভয়ের আগুন
তুই কেন মা চুপ?
রামু -রংপুরে কেন দেখি
এই উগ্র রূপ!
৪৭ এ জীবন দিলো
আমার পিতামহ,
ভেবে দেখো সেই ঘটনা
কতো টা ভয়াবহ।
৭১ এ জীবন দিলো
আমার মাতা পিতা,
এই মাটিতে আছে মিশে
পায় নি তারা চিতা।
বোনের কান্না বলো তোমরা
কেমন করে ভুলি?
দেশের জন্য দিলো জীবন
আমার বোন ফুলি।
একটা কথা বলতে চাই
সেই কথাটাই খাঁটি,
মরতে আমি রাজী আছি
ছাড়বো না এই মাটি।